অনলাইন ডেস্ক 500
আমি মুজিব কন্যা বলছি
"আমি মুজিব কন্যা বলছি" - তাপস কুমার বর
জাতির পিতা বঙ্গবন্ধু
মুজিবুর রহমান তুমি।
যুগে যুগে গহীন হৃদয়ে
মানবতার সম্প্রীতি তুমি।
সোনার বাংলার স্বপ্ন দিয়ে
গড়েছো বাংলা ভাষার প্রাচীর তুমি।
এখনো সেই তীব্র ভাষণ
প্রতিদ্বন্দ্বী ও সেলাম ঠুকেছে সেদিন!
জাতির পিতা বঙ্গবন্ধু
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সোনার বাংলার পিতা তুমি।
কোথায় বাবা হারিয়ে গেছো
চোখের অশ্রু কেন থামেনি?
মহৎ বাণী দিয়ে গেছো সেদিন
সেই ছেলেবেলার,
হাঁটি-হাঁটি পা-পা করে তুমি।
আমি মুজিব কন্যা শেখ হাসিনা বলছি,
বাড়ির চারদেওয়ালে মিশে আছো বাবা তুমি।
নীরবে যখন অশ্রু ফোঁটা
সাহসের অমলম্বন হয়ে মুছিয়ে দাও তুমি।
তোমার মানবতার বাণী মাথায় নিয়ে,
সোনার বাংলা গড়েছি।
আমি মুজিব কন্যা, বাবা তুমি
তোমার কাছে আমি সেই, ছোট্ট মেয়ে হয়ে আছি।
কখনো কখনো অশ্রু ফোঁটাগুলো,
নীরবে আকাশের দিকে চেয়ে কাঁদি।
স্মৃতির গহীনে কত কথা,
তোমার চিত্র ফলকের সম্মুখে দাঁড়িয়ে বলি।
অভয় বাণীর সেই তিব্র প্রতিবাদ,
আজ গড়ে উঠেছে শাশ্বত সোনার বাংলাদেশী।
বাবা তুমি কোথায় আছো
আমার সম্মুখে দাঁড়াবে কি?
ডায়রীর পাতা উল্টে উল্টে
তোমার লেখার অক্ষর গুলো
অন্যায়ের প্রতিবাদী কন্ঠী।
আমি মুজিব কন্যা শেখ হাসিনা বলছি,
জনগণ,
তোমরা এই সোনার বাংলা
এক একটা সুপ্তকন্ঠী।
বাংলা আমার প্রাণের ভাষা
এই বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছাবো আমি।
সম্প্রীতির আজ ঐক্যবন্ধন
মানবতার জন্য খুব দামি।
জেগে ওঠো আমার সকল বীর সুপ্তকন্ঠী
অত্যায়ের বিরুদ্ধে একে একে তুমি-আমি।
আমি মুজিব কন্যা শেখ হাসিনা বলছি
এখনো বাবার জন্য নীরবে কাঁদি।
এই বাংলার স্বপ্নগুলো তুমি
পুড়ে পুড়ে সাজিয়েছি আমি।
বাবা তুমি ফিরে এসো এখুনি..,
তোমার কন্যার বিন্দু বিন্দু অশ্রু ফোঁটা মোছাবে তুমি।
°°°°°°°°°°°
কবিঃ তাপস কুমার বরগ্রাম- সাগর কৃষ্ণনগর, পোঃ- সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৭৩, মোবাইলঃ -৭০৭৬৬২৫৩৫
এই বিভাগের আরও খবর
মহান স্বাধীনতা দিবস
মহান স্বাধীনতা দিবস
আমি মুজিব কন্যা বলছি
আমি মুজিব কন্যা বলছি
গল্প : বিশ্বাস আর আস্থায় নতুন জীবন
গল্প : বিশ্বাস আর আস্থায় নতুন জীবন
টিনএজের খেয়াল
টিনএজের খেয়াল
‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান
‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান
গল্প : ধূসর
গল্প : ধূসর
মমতাজউদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন রুমা মোদক
মমতাজউদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন রুমা মোদক
সর্বাদিক পঠিত
Pupoler Category